এদেশে বিলগেটস তৈরী হয় না কেন জানেন?


 বাংলাদেশে নিউটন তৈরী হয় না কেন জানেন? 


কারণ, এখানে গোল্ডন-A+ ছাড়া আর কাউকেই ছাত্র বলে গণ্য করা হয় না। 


এদেশে বিলগেটস তৈরী হয় না কেন জানেন? 


কেননা, ভার্সিটি গুলোতে ১ লাখ ছাত্রকে পরীক্ষার সুযোগ দিয়ে ১ হাজার রেখে আর বাকিদের বের করে দেয়া হয়। 


 এদেশে আইনস্টাইন তৈরী হয় না কেন জানেন? 


কারণ শিক্ষার হার বাড়াতে ছেলে, মেয়েদের মিথ্যা A+ এর স্বপ্ন দেখানো হয়। 


এদেশে স্টিফেন হকিং তৈরী হয় না কেন জানেন?

কারণ এখানে পড়ানো হয় না মোবাইল, কম্পিউটার কিভাবে তৈরি করা হয়েছে। 

এখানে পড়ানো হয় মোবাইল, কম্পিউটার আবিষ্কার করেছে কে? তার জন্ম কত সালে? তার বাপের নাম কী? ১৪ গুষ্টির নাম কী? 


এদেশে কেন নিকোলা টেসলা তৈরী হয় না কেন জানেন? 

কারণ এখানে শুধু বঙ্গবন্ধুর বায়োডেটা পড়ানো হই আর পিছনে ফেলে আসা ইতিহাস পড়ানো হই।


এদেশে কেন গ্যালিলিও গ্যালিলেই তৈরী হয় না জানেন? 

কারণ এখানে Astronomy পড়ানো হই না।


এদেশে ম্যারি ক্যুরি তৈরী হয় না কেন জানেন? 

কারণ এখানে এদেশে পড়া মানেই ১৯৭১ সাল।


এদেশে এলন মাস্ক তৈরী হয় না কেন জানেন? 

কারণ এদেশে Profession মানেই ডাক্তার, ইঞ্জিনিয়ার আর টাকা।


এদেশে এলন রাদারফোর্ড তৈরী হয় না কেন জানেন? 

কারণ এখানে মুল্য শুধু A+ এর আর Skill এর কোনো দাম নেই।


এখানে নীল আর্মস্টং তৈরী হয় না কেন জানেন? 

কারণ আমরা পড়ালেখা করি বড় লোক হওয়ার আশায়।

জ্ঞান অর্জন করার আশায় নয়। 


ছবিতে দেখা যাচ্ছে- একজন লোক 

একটি হাতিকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে তুলছে। 

এমন নয় যে, লোকটির ধাক্কায় হাতিটি উপরে উঠে যাবে। বিষয়টি হলো- লোকটি হাতির পেছনে হাত রাখাতে হাতিটি বুঝতে পারছে তাকে সাপোর্ট দেয়ার জন্য কেউ আছে। এই ভরসায় হাতিটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে সমর্থ হবে। এটাই প্রেরণা। জীবনে প্রত্যেক টা সফল মানুষের পিছনে একটা গল্প থাকে। 


আমাদের মধ্যে এমন অনেক লোক আছেন যারা ব্যর্থ হয়েছেন, কারণ তাদের সমর্থন বা উৎসাহ দেওয়ার মতো কেউ ছিলো না; উঠে দাঁড়ানোর জন্যেও কারো হাত লাগে।


আমরা অন্যকে সহযোগিতা করতে সক্ষম নাও থাকতে পারি; তবে কারো কঠিন সময়ে তার পাশে থেকে উৎসাহ নিশ্চয়ই দিতে পারি। ভালোবাসা, ইতিবাচক সহযোগিতা এবং ভরসার মাধ্যমে যদি কেউ উঠে দাঁড়াতে পারে, কারো জীবন পরিবর্তন হয়, এর চেয়ে উত্তম কাজ আর কিছু নেই।

কথা গুলো শুনতে, খুব খারাপ লাগলেও এটাই বাস্তব।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ