আল্লাহ পাক সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি জেনে নিন।
১.আল্লাহ তালা সকল প্রকারের দোষ এবং অপুর্ণতা থেকে মুক্ত।
২.তিনি কারো মুখাপেক্ষী নন।
৩.সৃষ্টির কোন কিছুর মতো তিনি নন।
৪.তাঁর কোন পরিবর্তন নেই।
অনাদিকাল অনন্তকাল ধরে তিনি যেমন ছিলেন তেমন আছেন এবং থাকবেন।
৫.তাঁর শরীর নেই। শরীর সদৃশ্য যে কোন বৈশিষ্ট্য থেকে তিনি মুক্ত।
৬.সকল প্রকার পরিমাণ /পরিমাপ থেকে তিনি মুক্ত। এত দৈর্ঘ্য, অত প্রস্থ,এত ওজন, অত মোটা_চিকন,এত ভারী এত হালকা, এত ছোট এত বড় এগুলো কোনটাই তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
৭.নির্দিষ্ট কোন ছুরত যেমন প্রসস্ত,চ্যাপ্টা,লম্বা,বেটে,তিনকোনা,চারকোনা, সোজা,বাঁকা এসব কোনটাই তাঁর জাতে পাকের জন্য প্রযোজ্য নয়।
৮.সংজ্ঞা দিক স্থানদখল,রঙধারন থেকে সম্পুর্ন মুনায্যাহ মুবার্রা পবিত্র।
৯.কিছু থেকে কিছু দ্বারা তিনি আল্লাহ তৈরী নন।
১০.অংশ, ভগ্নাংশ ইত্যাদী তাঁর শানে বলা যায়না।
১১.দশদিক থেকে তিনি মুক্ত।ডান বাম সামনে পেছনে উপর নিচ ঈশান বায়ু অগ্নি কোণ ইত্যাদি দিক থেকেও তিনি মুক্ত।
১২.সৃষ্টির কারো সাথে তাঁর তুলনা নেই।
১৩.কোন সৃষ্টির সাথে এমন পৃথক নন যে এত দুরে -কাছে বলা যাবে।
১৪.তাঁর কোন নির্দিষ্ট মকান বা অবস্থানস্থল নেই যে "অমুক জায়গায় তিনি অবস্থান করেন" বলা যায়।
১৫.উঠা বসা অবতরন করা আরোহন করা চলা থামা এসব কোনটাই তাঁর শানে বলা যাবেনা।
এগুলোই মহান আল্লাহ পাক সম্পর্কে আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা।
(সুত্রঃ ইমাম আলাহজরত মুহাদ্দিসে বেরেলভী রহঃ লিখিত قوارع القهار علي المجسمة الفجار)
0 মন্তব্যসমূহ