HSC পৌরনীতি ২য় পত্র - প্রথম অধ্যায় - প্রশ্ন ও উত্তর জ্ঞানমূলক প্রশ্ন



প্রশ্ন ১। প্রাদেশিক স্বায়ত্তশাসন কাকে বলে?

[ঢা বো. ২১: কু. বো. ১৭; চ. বো. ১৭

উত্তর : প্রদেশের স্বাধীনতাকে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলা হয়। 

প্রশ্ন ২। ১৯৩৭ সালের নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে হন?

চ. বো. ২১) 

উত্তর : ১৯৩৭ সালের নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

 প্রশ্ন ৩। ১৯৩৭ সালে ব্রিটিশ-ভারতের কয়টি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়?

উত্তর : ১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের ১১টি প্রদেশে নির্বাচন

প্রশ্ন ৪। ক্রীপস্ মিশনের সদস্য সংখ্যা কত?

[য. বো. '21)

উত্তর : ক্রীপস্ মিশনের সদস্য সংখ্যা ছিল ১ জন।

 প্রশ্ন ৫। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?

[ঢা. বো. ১৭; রা. বো. ২১; য. বো. ১৫: সি, বো, '২১] 

উত্তর : দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ।

প্রশ্ন ৬। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

[ম, বো, '২১)

উত্তর : লাহোর প্রস্তাব শেরে বাংলা এ. কে. ফজলুল হক উত্থাপন করেন । প্রশ্ন ৭। মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্যসংখ্যা কতজন?

উত্তর : মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্যসংখ্যা ৩ জন ।

[কু. বো, '২১; সকল বো, '১৮|

প্রশ্ন ৮। মন্ত্রিমিশন পরিকল্পনার নেতৃত্ব দেন কে? | 

রা. বো. ২১; ঘ. বো. '২১ 

উত্তর : মন্ত্রিমিশন পরিকল্পনার নেতৃত্ব দেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ।


প্রশ্ন ৯। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? [কা, বো, '২১| 

উত্তর : অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।


প্রশ্ন ১০। ৩ জুন পরিকল্পনা কত সালে সংঘটিত হয়?

[দি বো, '২১|

উত্তর : ৩ জুন পরিকল্পনা ১৯৪৭ সালে সংঘটিত হয়।

প্রশ্ন ১১। ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? [কু. বো. ১৫: ব. বো. ২১; দি বো, '১৭/

উত্তর : ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন।

প্রশ্ন ১২। কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে?

[ঢা বো. ১৯]

উত্তর : ১৮৫৮ সালের ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে।

প্রশ্ন ১৩। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

[ঢা বো. '১৯]

উত্তর : বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন।

প্রশ্ন ১৪। ৩ জুন পরিকল্পনা কী? 

উত্তর : ১৯৪৭ সালের ৩ জুন কংগ্রেস ও মুসলিম লীগের ঘরোয়া বৈঠকে লর্ড মাউন্টব্যাটেন যে পরিকল্পনা তুলে ধরেন তা ইতিহাসে ৩জুন পরিকল্পনা নামে খ্যাত।

প্রশ্ন ১৫। লাহোর প্রস্তাব কী? 

[রা.] [বো, '১৯; নি. বো, '১৯/

উত্তর : ১৯৪০ সালে শেরে বাংলা এ.কে ফজলুল হক কর্তৃক লাহোরে উত্থাপিত স্বাধীন বাংলার বীজ সংবলিত প্রস্তাবকে লাহোর প্রস্তাব বলা হয়।



প্রশ্ন ১৬। কোম্পানির শাসনের অবসানে কে ভারত শাসনের ক্ষমতা গ্রহণ করেন? (সি. বো, '১৯/

উত্তর : কোম্পানির শাসনের অবসানে মহারানী ভিক্টোরিয়া ভারত শাসনের ক্ষমতা গ্রহণ করেন। 

প্রশ্ন ১৭। বঙ্গভঙ্গ কী? 

[রা. বো. ১৯, ১৭; সি. বো. ১৫: দি বো, (১৯)

উত্তর : ১৯০৫ সালে ভারতের সর্ববৃহৎ 'বাংলা প্রদেশ'কে বিভক্ত করে দুটি নতুন প্রদেশ সৃষ্টি করাই ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।


প্রশ্ন ১৮। কত সালে 'বেঙ্গল প্যাক্ট' চুক্তি স্বাক্ষরিত হয়? 

 বো. ১৯: সকল বোর্ড '১৮|

উত্তর : ১৯২৩ সালে 'বেঙ্গল প্যাক্ট' চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রশ্ন ১৯। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কখন গঠিত হয়? | সকল বোর্ড ১৮:ঢা. বো. ১৫; কু. বো. ১৫: চ. বো. ১৬; সি. বো. ১৬: দি বো. ১৭, ১৬/ 

উত্তর : সর্বভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয় ১৮৮৫ সালে। 

প্রশ্ন ২০। দ্বৈতশাসন কী? 

[ঢা. বো, '১৭; কু. বো. ১৭: চ. বো. ১৭: সি. বো, '১৭)

উত্তর : বস্তুত ১৯১৯ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক সরকারের বিষয়সমূহকে দুভাগে ভাগ করে দেওয়া হয় বলে একে দ্বৈতশাসন বলে। দ্বৈতশাসন বলতে দুধরনের শাসনব্যবস্থাকে বোঝায়। 

প্রশ্ন ২১। মলে-মিন্টো সংস্কার আইন কী ?

কা, বো, '১৭|

উত্তর : ভারতবর্ষের গভর্নর জেনারেল Lord Minto এবং ভারত সচিব Lord Morley ১৯০৯ সালে ভারত শাসন আইন প্রবর্তন করেন যা Morly Minto Reform Act-1909' নামে পরিচিত। 

প্রশ্ন ২২। কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়েছিল? 

( য. বো. ১৭/

উত্তর : ১৯০৬ সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়েছিল। 

প্রশ্ন ২৩। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?

 [ব. বো. ১৭.চ. বো. ১৫]

উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছেন ভারতীয় সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা স্যার এলান অক্টোভিয়ান হিউম। সিভিল

প্রশ্ন ২৪ । ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতবর্ষে আগমন করে? তা, বো, '১৬

উত্তর : ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালে ভারতবর্ষে আগমন করে।

প্রশ্ন ২৫। পলাশীর যুদ্ধ কখন সংঘটিত হয়? 

[য. বো. ১৯. '১৬, ব. বো. ১৯, ১৬

উত্তর : পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালে সংঘটিত হয়।

প্রশ্ন ২৬। বঙ্গভঙ্গের সমর্থনে মুসলমানদের সংগঠিত করেন কে? [কু. বো. ১৬/ 

উত্তর : বঙ্গভঙ্গের সমর্থনে মুসলমানদের সংগঠিত করেন নবাব স্যার সলিমুল্লাহ।

প্রশ্ন ২৭। কোন ভারতীয় কাউন্সিল আইনকে মর্লি-মিন্টো সংস্কার আইন বলা হয়?

[কু. বো. ১৬

উত্তর : ১৯০৯ সালের ভারতীয় কাউন্সিল আইনকে মর্লি-মিন্টো সংস্কার আইন বলা হয়। 

প্রশ্ন ২৮। কখন মর্লে-মিন্টো সংস্কার আইন প্রণীত হয়? 

( য. বো. ১৯; সি. বো. ১৬/

উত্তর : ১৯০৯ সালে মলে-মিন্টো সংস্কার আইন প্রণীত হয়েছিল। 

প্রশ্ন ২৯। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম গভর্নর কে ছিলেন?

[সি. বো. ১৯; দি. বো. ১৬] 

উত্তর : পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম গভর্নর ছিলেন স্যার ব্যামফিল্ড ফুলার । 

প্রশ্ন ৩০। বঙ্গভঙ্গ কখন হয়? 

[রা. বো. ১৫; চ. বো. ১৯. দি. বো. ১৫)

উত্তর : ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গ হয়। 

প্রশ্ন ৩১। বঙ্গভঙ্গ রদ কত সালে হয়েছিল?

উত্তর : বঙ্গভঙ্গ রদ ১৯১১ সালে হয়েছিল।

 প্রশ্ন ৩২। সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

চ. বো. ১৫ সি. বো. ১৫

উত্তর : সিপাহি বিদ্রোহ ১৮৫৭ সালে সংঘটিত হয়। 

প্রশ্ন ৩৩। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? 

 দি. বো. ১৫০

উত্তর : স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংক ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ