বাংলা প্রথম পত্র - কবিতা- নূরলদীনের কথা মনে পড়ে যায়। ,, রক্তে আমার অনাদি অস্থি এর গুরুত্বপূর্ণ তথ্য

 


• রক্তে আমার অনাদি অস্থি


১. চরণ সংখ্যা - ২৪

২. নদীর নাম ৬ টি

৩. সাগর- বঙ্গোপসাগর

৪. কবিতাটি উৎসর্গ করা হয়েছে - কবীর চৌধরীকে

৫. কবি কার যৌবন চান- পদ্মার

৬. কবি কার প্রেম চান - যমুনার

৭. সুরমা নদীর পলিকে কবি কী বলেন - গলিত হেম

৮. হেম অর্থ- সুবর্ণ, সোনা

৯. "কাজল বুক "কোন নদীর - সুরমা নদীর

১০. কবিতায় উল্লেখিত, "গণমানবের তুলি " কে - কবি নিজে

১১. "তোমার বুকে আমি নিরবধি "এ বাক্যে তোমাদের বলতে বুঝানো হয়েছে - নদীকে

১২.কবির মতে চারদিকে কী খেলা করে - বিচিত্র জীবনের রং

১৩.কোনটি বাঁকে বাঁকে ঘুরে - মুগ্ধ মরণ

১৪.কবি দিলওয়ার তার প্রাণ স্বপ্নকে কোথায় রেখেছেন - বঙ্গোপসাগর

১৫. কবি তার ত্রোূধকে তুলনা করেন- ভয়াল ঘূর্ণির সাথে

১৬. নরদানবের মুখে কী বোঝাই - প্রাণের জাহাজ

১৭. অস্থি শব্দের অর্থ- হাড়.


• নূরলদীনের কথা মনে পড়ে যায়


১. চরণ সংখ্যা - ৪২

২. সাল - ১১৮৯

৩. "নূরলদীনের কথা মনে পড়ে যায় "- ৬ বার

৪. নিলক্ষা আকাশেরর রং - নীল

৫. "নূরলদীনের কথা মনে পড়ে যায় " কবিতায় লোকালয়ের সংখ্যা - উনসত্তর হাজার

৬. পুর্ণিমার চাঁদ কীসের মতো জ্যোৎস্না ঢালছে - ধবল দুধের মতো

৭. নিলক্ষার নীলে কে তীব্র শিস দেয় - চাঁদ

৮. মানুষের বন্ধ দরজায় হঠাৎ কে হানা দেয় - অতীত

৯. উল্লিখিত কবিতায় দীর্ঘদেহ কার- নূরলদীনের

১০. দীর্ঘদেহ নিয়ে নূরলদীন কোথায় দেখা যায় - মরা আঙিনায়

১১. নূরলদীনের বাড়ি কোথায়? - রংপুর

১২. বাংলা কত সালে নূরলদীন ডাক দিয়েছিলো - ১১৮৯ সনে

১৩. শকুন নেমে আসে কোথায় - সোনার বাংলায়

১৪. শকুন হল- পাকিস্তানি হানাদার বাহিনীরা

১৫.কবির মতে আমাদের এই দেশ ছেয়ে আছে - দালালের আলখাল্লায়

১৬. দালাল কারা- রাজাকাররা

১৭. নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতায় কবির কি লুট হয়ে যায়- স্বপ্ন

১৮. কবির মতে জ্যোৎস্নার সাথে কি ঝরে পড়ে - স্মৃতির দুধ

১৯. সমস্ত নদীর অশ্রু অবশেষে কোথায় গিয়ে মেশে- ব্রক্ষপুত্রে


• বিভীষণেরর প্রতি মেঘনাদ


১.অরিন্দম মেঘনাদের উপাধি।

২.রক্ষপুর বলতে বুঝানো হয়েছে লঙ্কাপুরকে। 

৩.মেঘনাদের রাজ্যের নাম লঙ্কাপুর।

৪.মেঘনাদের বাবার নাম রাবণ।

৫.মেঘনাদের চাচার নাম বিভীষণ।

৬.রাবণের মায়ের নাম নিকষা।

৭.রামানুজ হলো লক্ষ্মণ (রামের ছোট ভাই) 

৮. লক্ষ্মণের মায়ের নাম সুমিত্রা। 

৯. সৌমিিএ বলতে বুঝানো হয়েছে লক্ষ্মণকে 

১০. শেষ লাইন "গতি যার নীচ সহ,নীচ সে দুর্মতি "।

১১. কাব্যাংশে "চণ্ডাল "বলা হয়েছে রামকে।

১২. মেঘনাদ বিভীষণকে বলেছে দ্বার ছাড়ার কথা।

১৩. মেঘনাদ লক্ষ্মণকে পাঠাবে -শমন ভবনে।

১৪."লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবর " উক্তিটি- মেঘনাদের।

১৫."রামানুজ "শব্দের সন্ধি বিচ্ছেদ - রাম+ অনুজ।

১৬. "বৃথা এ সাধনা ধীমান "- বিভীষণ, মেঘনাদকে বলল।

১৭. রাঘবদাস হল - বিভীষণ। 

১৮. বিভীষণ কাজ করবে না - রাঘবের বিপক্ষে।

১৯. মাটিতে পড়ে ধূলায় গড়াগড়ি খায় না- শশী( চাঁদ) 

২০. 'নন্দন কাননে ভ্রমে 'কে - দুরাচার দৈত্য। 

২১. দুরাচার দৈত্যের সাথে তুলনা করা হয়েছে - লক্ষ্মণকে।

২২. প্রফুল্ল কমলে বাস করে - কীট।

২৩.মহামন্ত্র বলে যথা নম্রশিরঃ হয় কার - ফণী। 

২৪. রাবণ অনুজ হল - বিভীষণ।

২৫. রাবণ আত্মজ হল - মেঘনাদ।

২৬. অমিত্রাক্ষর ছন্দে রচিত



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ