বাংলা প্রথম পত্র - কবিতা - আমি কিংবদন্তির কথা বলছি ও তাড়াতেই পড়ে মনে এর গুরুত্বপূর্ণ তথ্য



 • আমি কিংবদন্তির কথা বলছি


১. চরণ সংখ্যা - ৬৮


২. কবিতা-১৮ বার


৩. যে কবিতা শুনতে জানে না- ৯ বার


৪.কবির পূর্বপুরুষ কি ছিলেন - ত্রীূতদাস


৫. কবির পূর্বপুরুষের করতলে কি ছিলো - পলিমাটির সৌরভ


৬.কবির পূর্বপুরুষ কীসের কথা বলতেন- অতিত্রূান্ত পাহার, অরণ্য এবং শ্বাপদ, পতিত জমির আবাদ এবং কবিতার কথা বলতেন


৭. এ কবিতায় উজ্জ্বল জানালা কীসের আগুনে আলোচিত - উনোনের আগুনে


৮. কবি কার মৃত্যুর কথা বলেছেন- গর্ভবতী বোনের


৯. ভালোবেসে কি আসে- যুদ্ধ


১০. ভালোবাসা দিলে কে মরে যায়- মা


১১. যে কবিতা শুনতে জানে না সে হৃৎপিন্ডে কাকে ধরে রাখতে পারে না - সূর্যকে


১২. যে কবিতা শুনতে জানে না সে কীসের অধিকার থেকে বোনচিতো হবে - দিগন্তের


১৩. শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে - যে কর্ষণ করে


১৪. প্রবাহমান নদী কাকে পুরষ্কৃত করবে- যে মৎস লালন করে


১৫. জননীর আর্শীবাদ কাকে দীর্ঘায়ু করে- যে গাভীর পরিচর্যা করে


১৬. ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে- লৌহখণ্ড প্রজ্বলনকারীকে


১৭. কবিতায় কার যুদ্ধের কথা বলা হয়েছে - ভাইয়ের


১৮.সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুণ্থান কী - কবিতা


• তাহারেই পড়ে মনে


১. তাহারেই পড়ে মনে সংলাপ নির্ভর কবিতা


২. ১ টি ঝতুর নাম আছে - বসন্ত


৩. ২ টি বাংলা মাসের নাম আছে - মাঘ, ফাল্গুন।


৪. বসন্ত উল্লেখ আছে - ৪ বার


৫. ফাল্গুন উল্লেখ আছে - ৩ বার


৬. লাইন - ৩০ টি


৭. স্তবক - ৫ টি


৮. কোন দুয়ার খুলে গেছে - দক্ষিণ দুয়ার


৯. কিসের ফুল ফুটেছে - বাতাবি নেবুর


১০. কিসের মুকুল ফুটেছে কি? - আমের


১১. সমীর কোন দিকের - দখিনা


১২. সমীর অর্থ - বাতাস


১৩.পাথার অর্থ - সমুদ্র


১৪.কুহেলি অর্থ - কুয়াশা


১৫. উত্তরী অর্থ - চাদর


১৬. অলখ অর্থ - অলক্ষ


১৭.মাধবী কুড়িঁ কি? - বসন্তী লতা বা তার ফুল


১৮. অর্ঘ্য অর্থ - পূঁজার উপকরণ


১৯. ১৯৩৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়


২০. অক্ষরবৃত্ত ছন্দে রচিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ