বাংলা প্রথম পত্র - কবিতা - এই পৃথিবীতে এক স্থান আছে। ও সাম্যবাদী এর গুরুত্বপূর্ণ তথ্য

 


• এই পৃথিবীতে এক স্থান আছে।


১. কবিতাটির চরণ সংখ্যা -১৪ টি


২."এক স্থান " বলতে বোঝানো হয়েছে - বাংলাদেশ কে


৩. কবির কাছে তার দেশ কেমন- সবচেয়ে সুন্দর করুণ


৪. সবুজ ডাঙা ভরে আছে কীসে - মধুকূপী ঘাসে


৫. এ দেশে নাটার রঙের মতো অরুণ জাগছে কখন - ভোরের মেঘে


৬. কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা জলাঙ্গীরে জল দেয় কে - বরুণ


৭. জলাঙ্গী অর্থ - নদী


৮. পানের বনের মতো হাওয়ায় চঞ্চল কে - শঙ্খচিল


৯. কে ধানের গন্ধের মতো অস্ফুট, তরুণ - লক্ষ্মীপেঁচা


১০. কোনটি অন্ধকার ঘাসের উপর নুয়ে থাকে - লেবুর শাখা


১১. অন্ধকার সন্ধ্যার বাতাসে কে তার ঘরে উড়ে যায়- সুদর্শন


১২.হলুদ শাড়ি লেগে থাকে কার শরীরে- শঙ্খমালা


১৩. বারুণী কোথায় থাকে- গঙ্গাসাগরের বুকে


১৪. বর দিয়েছিল কে, কাকে- বিশালাক্ষী, শঙ্খমালাকে


১৫. এদেশকে বলা হয়েছে - নীল বাংলার দেশ


১৬. নীল বাংলার ধান ও ঘাসের ভিতর কে জন্মেছে - শঙ্খমালা


১৭. আধুনিক বাংলা সাহিত্যেরর অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ


• সাম্যবাদী


১.সাম্যবাদী কবিতার চরণ সংখ্যা কত-৩২


২. কবি কীসের গান গায় - সাম্যের


৩. কবি পুঁথি ও কেতাব বহন করতে বলেন - পেটে-পিঠে-কাঁধে-মগজে।


৪. সাম্যবাদী কবিতায় কবি কোথায় দর-কষাকষি হওয়ার কথা বলেন - দোকানে।


৫. সাম্যবাদী কবিতানুসারে তাজা ফুল কোথায় ফুটে- পথে।


৬. সকল শাস্ত্র খুঁজে পাওয়া যায় কোথায় - নিজ প্রাণে।


৭. সকল দেবতার বিশ্ব দেউল কোনটি - মানুষের হৃদয়।


৮. অমৃত -হিয়ার নিভৃত অন্তরালে কে হাসছেন - দেবতা- ঠাকুর।


৯. আপন হৃদয়ে সত্যের পরিচয় পেল কারা - ঈসা- মুসা।


১০. বাঁশির কিশোর কে - কৃষ্ণ।


১১. হৃদয়ের রণ-ভূমে বাঁশির কিশোর কী গাইলেন - মহা - গীতা।


১২. মেষের রাখাল নবিরা কার মিতা - খোদার।


১৩. হৃদয়ের ধ্যান গুহামাঝে বসেছেন - শাক্যমুনি।


১৪. মানবের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করল - শাক্যমুনি।


১৫. আলাল-দুলাল আহ্বান শুনতেন কোথায় - কন্দরে।


১৬.হৃদয়ের কন্দরে বসে আলাল-দুলাল কীসের গান গাইলেন-কোরানের সাম্য-গান।


১৭. মানুষের হৃদয়েরর চেয়ে বড় কী নেই- মন্দির -কাবা।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ