সাধারন জ্ঞান – কিছু গুরুত্বপূর্ণ তথ্য -প্রশ্ন ও উত্তর - alhadimedia 360




 "ফোকেটিং" কী?


__ডেনমার্কের আইনসভা


 "Cozy Bear"কী?


_একটি হ্যাকার গ্রুপ 


 "জিরোসাম গেম" কী?


_উদারতাবাদ আন্তর্জাতিক সম্পর্কে তত্ত্ব


 "বাফার স্টেট" কী?


_দুটি শক্তিশালী দেশের মধ্যে অবস্থিত দুর্বল দেশ


"Black Lives Matter" কী?


__বর্ণবাদ বিরোধী আন্দোলন


 "Extradition trraty" কী?


__অপরাধী প্রত্যর্পণ চুক্তি


 "নিউজিয়াম" কী?


_মিডিয়ার নানাধর্মী বিষয় ও উপাদান নিয়ে গঠিত মিউজিয়াম

 "রেঞ্জার্স" কী?

_পাকিস্তান সীমান্ত বাহিনির নাম


 "ফ্রন্টটেক্স"কী?


_EU এর সীমান্ত বাহিনি


 "ট্যাক্স হলিডে" কী?

_ট্যাক্স খেলাপিদের জন্য আইন

 "আশ্রয়ন" কী?

_দারিদ্র্য বিমোচন ও পুনর্বাসন বিষয়ক একটি প্রকল্প


 "মার্ক-৫" কী?

_শব্দের চেয়ে ৫গুণ দ্রুত বিমান(ঘণ্টায় ৬৪০০কিমি)

 "রাফাল" কী?

__ফ্রান্সের তৈরি যুদ্ধ বিমান


 "PH" কী?

__এসিড,ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক


 "আর্লিবার্ড" কী?

_পৃথিবীর ১ম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ


"ব্লাকবক্স" কী?


_বিমানের একটি যন্ত্র(পুরো বিমান ধ্বংস হলেও এটি ধ্বংস হয় না)


 "বি-৫২" কী?


_এক ধরনের বোমারু বিমান


 "টেশিস" কী?


_টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড


 "GIGO" কী?


_কম্পিউটারে কাজে ভুল ফল দেওয়া


"3G" কী?

_Third Generation(২০০০ সাল থেকে জাপানে এর যাত্রা শুরু। বাংলাদেশে আসে ২০১২ সালে)


 "4G" কী?

_Fourth Generation(২০০৬ সাল থেকে এর যাত্রা শুরু। বাংলাদেশে আসে ২০১৮ সালে)


 "বাস" কী?

__কম্পিউটারের তথ্য পরিবহনে ব্যবহৃত পথ।বাসের প্রশস্ততা মাপা হয় বিট এককে।গতি মাপা হয় মেগাহার্টজে


 "CPU" কী?

_কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট।কম্পিউটারের মস্তিষ্ক।ALU+কন্ট্রোল ইউনিট ও মেমোরিকে একত্রে বলে CPU

 

"QWERTY" কী?

_সাধারণ কী-বোর্ড বিন্যাস

 "প্রিক্সেল" কী?

_কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক


"প্লটার" কী?


_এক ধরনের প্রিন্টার। আউটপুর্ট ডিভাইস

 "প্রজেক্টর" কী?

_একটি ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র।আউটপুর্ট ডিভাইস


 "মাইক্রোপ্রসেসর" কী?

_কম্পিউটানের ব্রেইন। আবিষ্কারক মার্সিয়ান ই হাফ(১৯৭১)


"ফার্মওয়্যার"কী?

_এমবেডেড সিস্টেমের প্রোগ্রাম

"ইন্টারফেস"কী?

__কম্পিউটারের সঙ্গে পেরিফেরাল ডিভাইসগুলোর সংযোগ প্রক্রিয়া


"জাভা কী?

_অপারেটিং সিস্টেম

 "আরপানেট" কী?

_বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক।ইন্টারনেটের পূর্বসূরি


 "অ্যান্ড্রয়েড"কী?

__বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম(প্রতিষ্ঠাতা অ্যান্ড রুবিন-২০০৩)

 "ব্লু টুথ"কী?

__ডেনমার্কের রাজার নাম। ডেটা স্থানান্তর সিস্টেম। উদ্ভাবক এরিকসন


 "i Pod" কী?

_অ্যাপলের মিডিয়া প্লেয়ার


 "ললিপপ" কী?

__গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়ডের ৫ম সংস্করণ

 "গুগল" কী?

_সার্চ ইঞ্জিন।ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত করেন মেনলো পার্ক,ক্যালিফোর্নিয়ায়।


প্রয়োজনে এ রকম আরো post পেতে আমাদের follow করতে পারেন। শেয়ার করে বন্ধুদেরও পড়তে সাহায্য করুন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ