ইন্টারনেটের জনক কে?
উত্তর : ভিনটন জি কার্ফ।
WWW-এর জনক কে?
উত্তর : টিম বার্নাস লি ।
ই-মেইলের জনক কে?
উত্তর : রে টমলিনসন।
‘বলিশিরা ভ্যালি’ কোন জেলায় অবস্থিত?
উত্তর : মৌলভীবাজার জেলায়
হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : খাগড়াছড়ি।
নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : কক্সবাজার
বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?
উত্তর : মালভূমি
হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে ?
উত্তর : পঞ্চগড়কে
আধুনিক ফিন্যান্সের জনক কে?
উত্তর : ড. ইউগেন ফামা।
বাংলাদেশের আমাজান বলা হয়—
উত্তর : সিলেটের রাতারগুল বনকে
কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?
উত্তর : তুলা গাছকে
সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে?
উত্তর : রাঙামাটিকে
প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত বাংলাদেশের কোন জেলা?
উত্তর : নারায়ণগঞ্জ
বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়—
উত্তর : চট্টগ্রামকে
৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর : সিলেট
১২ আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?
উত্তর : চট্টগ্রাম
সার্চ ইঞ্জিনের জনক কে?
উত্তর : অ্যালান এমটাজ।
ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন কোনটি?
উত্তর : ডট কম।
বাংলাদেশে শীতল পানির ঝরনা অবস্থিত?
উত্তর : কক্সবাজার
গরম পানির ঝরনা অবস্থিত কোথায়?
উত্তর : সীতাকুণ্ড
বাংলার ভেনিস তথা বাংলার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা?
উত্তর : বরিশাল
বাংলাদেশের দ্বীপের রানি বলা হয়—
উত্তর : ভোলা জেলাকে
ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনে সবচেয়ে বড়?
উত্তর : মাদাগাস্কার
ওকিনাওয়া দ্বীপ যে দেশের নিয়ন্ত্রণাধীন—
উত্তর : জাপান
ফকল্যান্ড যুদ্ধ হয় কত সালে?
উত্তর : ১৯৮২ সালে
আগুনের দ্বীপ হলো—
উত্তর : আইসল্যান্ড
‘ম্যাপল পাতার দেশ’ কোন দেশের উপনাম?
উত্তর : কানাডা
‘সাত পাহাড়ের দেশ’ বলা হয় কোন দেশকে?
উত্তর : রোম
পৃথিবীর ছাদ হলো—
উত্তর : পামির মালভূমি
শিকাগো শহরকে বলা হয়—
উত্তর : বাতাসের শহর
কোন শহরকে দক্ষিণের রানি বলা হয়?
উত্তর : সিডনি
বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী হলেন—
উত্তর : নিশাত মজুমদার
পদ্মা নদীর উৎপত্তিস্থল হলো
উত্তর : গঙ্গোত্রী হিমবাহ
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে
উত্তর : ১৯২১ সালে
BRICS-এর সদস্যগুলো হলো—
উত্তর : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা
বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে?
উত্তর : ২০১৬ সালে
সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তর : পাপুয়া নিউগিনি
ভাটির দেশ নামে পরিচিত
উত্তর : বাংলাদেশ
ভমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে?
উত্তর : স্ট্রম্বোলি
গুগলের প্রতিষ্ঠাতা—
উত্তর : ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।
মার্ক জাকারবার্গ ও তাঁর ৩ সহপাঠী কতসালে ফেসবুক প্রতিষ্ঠা করেন?
উত্তর : ২০০৪ সালে
টুইটারের যাত্রা শুরু হয়—
উত্তর : ২০০৬ সালে
মার্কেটিংয়ের জনক কে?
উত্তর : ফিলিপ কটলার
এনাটমির জনক—
উত্তর : আঁদ্রে ভেসালিয়াস
‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর : যুক্তরাজ্য
আধুনিক শিক্ষার জনক—
উত্তর : সক্রেটিস
আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তর : বাল মেগারিজ।
নিষিদ্ধ শহর বলা হয়—
উত্তর : তিব্বতকে
মুক্তার দেশ—
উত্তর : কিউবা
0 মন্তব্যসমূহ