যুক্তিবিদ্যার ইংরেজী প্রতিশব্দ কি ?
উত্তর : যুক্তিবিদ্যার ইংরেজী প্রতিশব্দ Logic
Logike শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
উত্তর : Logike শব্দটি গ্রীক ভাষা থেকে এসেছে ।
যুক্তিবিদ্যা মূলত : কি নিয়ে আলোচনা করে ?
উত্তর : যুক্তিবিদ্যা মূলতঃ অনুমান নিয়ে আলোচনা করে ।
যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান ?
উত্তর : যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান ।
পাশ্চাত্য বিজ্ঞানের জনক কে ?
উত্তর : পাশ্চাত্য বিজ্ঞানের জনক এরিস্টটল ।
যুক্তিবিজ্ঞানের সাথে কোন্ বিজ্ঞানের বলিষ্ঠ সম্পর্ক রয়েছে ?
উত্তর : যুক্তিবিজ্ঞানের সাথে কম্পিউটার বিজ্ঞানের বলিষ্ঠ সম্পর্ক রয়েছে ।
ব্যুৎপত্তি / উৎপত্তিগত দিক থেকে যুক্তিবিদ্যা কি ধরনের বিজ্ঞান ?
উত্তর : ব্যুৎপত্তি / উৎপত্তিগত দিক থেকে যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান ।
সাবেকী বা সনাতনী যুক্তিবিদ্যার জনক কে ?
উত্তর : সাবেকী বা সনাতনী যুক্তিবিদ্যার জনক এরিস্টটল ।
বিদ্যা কোন ধরনের সত্যতা নিয়ে আলোচনা করে ?
উত্তর : যুক্তিবিদ্যা আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা নিয়ে আলোচনা করে ।
যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয় কেন ?
উত্তর : যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয় কারণ যুক্তিবিদ্যা আমাদের জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার কৌশল শিক্ষা দেয়
যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত কিসের বিজ্ঞান ?
উত্তর : যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান ।
অর্গানন গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : অর্গানন গ্রন্থটির রচয়িতা এরিস্টটল ।
যুক্তিবিদ্যার আদর্শ কি ?
উত্তর : যুক্তিবিদ্যার আদর্শ সভ্যতা ।
যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের মূল বলা হয় কেন ?
উত্তর : প্রত্যেক বিজ্ঞান বিভাগীয় সত্যতাকে উদ্ঘাটন করার জন্য যুক্তিবিদ্যার উপর নির্ভর করে বিধায় যুক্তিবিদ্যাকে সকল বিভাগের মূল বলা হয় ।
যুক্তিবিদ্যা কোন ধরনের চিন্তা নিয়ে আলোচনা করে ?
উত্তর : যুক্তিবিদ্যা অনুমান চিন্তা নিয়ে আলোচনা করে ।
যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ইতিহাসে কয়টি স্তর লক্ষ্য করা যায় এবং কি কি ?
উত্তর : যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ইতিহাসে ৪ টি স্তর লক্ষ্য করা যায় । যথা ১ ) প্রাচীন যুগ , ২ ) মধ্যযুগ , ৩ ) আধুনিক যুগ , ৪ ) সমকালীন যুগ ।
যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হল সচ্চিরে চিন্তা ’ -উক্তিটি কার ?
উত্তর : যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হল সচ্চিরে চিন্তা ’ -উক্তিটি যুক্তিবিদ স্টেবিং এর ।
যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন ?
উত্তর : যুক্তিবিদ্যা সভ্যতাকে আদর্শ হিসেবে গ্রহণ করে । যুক্তিপদ্ধতি বা অনুমানের নিয়মকানুন প্রণয়ন করে এবং যথার্থতা বিচার করে । তাই একে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় ।
0 মন্তব্যসমূহ