ঈমানের শাখা সমূহ (পর্ব-১)



 ইমানের শাখাসমূহ

 ইমানের সত্তরের অধিক শাখা রয়েছে । রসুলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) ইরশাদ করেন - 

 ইমানের সত্তরটিরও অধিক শাখা আছে , তন্মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে ' আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ’ - এ কথার সাক্ষ্য দেওয়া এবং সর্বনিম্ন শাখা হলো পথ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া । আর লজ্জা ইমানের একটি অন্যতম শাখা ।

 ( বুখারি ১/৬ , মুসলিম ১/৪৭ ) ইমান পবিত্র বৃক্ষ । যার শাখা - প্রশাখা সত্তরের অধিক । তন্মধ্য থেকে নিম্নে সাতান্নটি শাখা উল্লেখ করা হলো

 ১ . বিনয় - নম্রতা

 ২. দয়া ও মমত্ববোধ

৩ .সম্রষ্টি বা তুষ্টি

8 . সকল বিষয়ে আল্লাহর উপর নির্ভর

৫ .আত্মত্মম্ভরিতা পরিহার

 ৬ .প্রতিহিংসা পরিহার

 ৭ .বিদ্বেষ ও শত্রুতা না করা 

 ৮ , ক্রোধ সংবরণ

৯ .প্রতারণা না করা

১০ .পার্থিব মহব্বত ত্যাগ

 ১১ . একত্ববাদের ঘোষণা প্রদান

১২ .পবিত্র কুরআন তেলাওয়াত করা 

১৩. ইলম শিক্ষা করা 

১৪. ইলম শিক্ষা দেওয়া

১৫ . দোআ করা 

১৬ . যিকির ও ইস্তিগফার করা

 ১৭ .  মন্দ কাজ থেকে দূরে থাকা

১৮ . পবিত্রতা রক্ষা করা

১৯ . সালাত কায়েম

 ২০ . যাকাত আদায়

 ২১ .সাওম পালন

 ২২ . হজ 

২৩ . ইতেকাফ 

২৪ . দীনের দিকে দ্রুত ধাবমান হওয়া

 ২৫ . মানত পূর্ণ করা

২৬ . লেনদেনে সততা ও রিয়া থেকে বেঁচে থাকা

 ২৭ . শপথ রক্ষা

 ২৮ . কাফফারা আদায়

২৯ .  সালাতে এবং সালাতের বাইরে লজ্জাস্থান ঢেকে রাখা

 ৩০ . কুরবানি করা 

৩১ . মৃত ব্যক্তির জানাযায় অংশগ্রহণ করা 

৩২ . শরিয়তের হুকুম মেনে চলা

 ৩৩ . কোনোকিছু গোপন না করে সত্য সাক্ষ্য দেওয়া

 ৩৪ . বিবাহের মাধ্যমে সৌহার্দ প্রতিষ্ঠা

 ৩৫ . পারিবারিক হক আদায়

 ৩৬. পিতামাতার সেবা করা

 ৩৭ . সন্তান - সন্ততি লালন - পালন করা

 ৩৮. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা

 ৩৯ .মনিবের বা যার অধীনস্থ তার আনুগত্য করা

 80 . ন্যায়পরায়ণতার সাথে শাসন করা

৪১ .জামাতবদ্ধ থাকা 

 ৪২ .হক্কানি আলেমদের অনুসরণ করা 

৪৩ .মানুষকে সংশোধন করা

 88 .ভাল কাজে সহযোগিতা করা 

 ৪৫ .  সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করা

 ৪৬ . হদ্দ বা অপরাধের শাস্তি প্রদান করা

৪৭ . হক প্রতিষ্ঠায় চেষ্টা - সাধনা করা

৪৮ . আমানত আদায় করা

৪৯ . ঋণ পরিশোধ করা 

৫০ . প্রতিবেশির হক আদায় করা

 ৫১. লেন - দেনে উত্তম আচরণ করা

 ৫২ . অপব্যয় না করে প্রয়োজন পূরণ করা

 ৫৩ . সালামের জবাব দেওয়া 

৫৪ . হাঁচির জবাব দেওয়া 

৫৫ . মানুষের কষ্ট দূর করা 

৫৬ . তামাশা পরিহার করা 

৫৭. কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া



 পরবর্তী শাখা গুলো দ্বিতীয় পর্বে আলোচনা করা হলো



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ