হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী

 


আসসালামু আলাইকুম,, প্রিয় পাঠক গণ আজকে আমরা আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম এর জীবনী নিয়ে , মনে রাখার উদ্দেশ্যে প্রশ্ন আকারে আলোচনা করা হলো।

প্রশ্ন- মুহাম্মদ কখন জন্মগ্রহণ করেন ? 

উত্তর : ৫৭১ খ্রিস্টাব্দে ২২ এপ্রিল মোতাবেক ৯ রবিউল আউয়াল রোজ সোমবার তিনি জন্মগ্রহণ করেন । নোট : কিছু কিছু গ্রন্থে মুহাম্মদ এর জন্ম ৫৭০ খ্রিস্টাব্দ উল্লেখ করা হয়েছে । কিন্তু এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে । 

প্রশ্ন- তিনি কোথায় জন্মগ্রহণ করেন ? 

উত্তর : তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন । 

প্রশ্ন- কেন ঐ বছরটিকে “ আমূল ফীল ” বা হস্তীবাহিনীর বছর বলা হয় ? 

উত্তর : ঐ বছর ইয়ামেনের বাদশাহ আবরাহা কা'বা শরীফ ধ্বংস করার জন্য এবং আরবের হজ্বযাত্রীদের ভীত - সন্ত্রস্ত করার উদ্দেশ্যে হস্তীবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করে । আর এ জন্য ঐ বছরটিকে “ আমূল ফীল ” বা হস্তীবাহিনীর বছর বলা হয় ।

 প্রশ্ন- আবরাহা এবং তার সৈন্যবাহিনী কীভাবে ধ্বংস হলো ? 

উত্তর : আল্লাহ তা'আলা ঝাঁকে ঝাঁকে পাখিদের ঠোঁটে ও পায়ে পাথর কণা দিয়ে পাঠালেন । তারা সেনাদলের ওপর পাথর বর্ষণ করতে লাগলো । আর এভাবে পাথর বর্ষণ করে হস্তীবাহিনী ধ্বংস করা হল । ( ১০৫ সূরা ফীল নোট : আবাবিল কোন পাখীর নাম নয় বরং আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে পাখি ।

 প্রশ্ন- রাসূল এর পিতার নাম কী ? 

উত্তর : আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব ।

 প্রশ্ন- রাসূল এর মাতার নাম কী ? 

উত্তর : আমিনা বিনতে ওহাব বিন আবদে মানাফ বিন যাহরাহ । 

প্রশ্ন- কোথায় এবং কখন রাসূল - এর পিতা ইন্তিকাল করেন ?

 উত্তর : মুহাম্মদ এর জন্মের পূর্বে তিনি ইয়াসরিবে ইন্তিকাল করেন । 

প্রশ্ন- রাসূল -এর দাদার নাম কী ?

 উত্তর : আব্দুল মুত্তালিব ।

 প্রশ্ন- আব্দুল মুত্তালিবের সামাজিক পদ - মর্যাদা কী ছিল ? 

উত্তর : তিনি তাঁর গোত্র বনু হাশিমের প্রধান ছিলেন । 

প্রশ্ন- রাসূল - এর পঞ্চ পিতৃ - পুরুষের পরিক্রমা কী ? 

উত্তর : তারা হলেন : মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আবদ মানাফ বিন কুসাই বিন কিলাব ।


প্রশ্ন- রাসূল কে বা কারা দুধ পান করিয়েছেন ?

 উত্তর : প্রথমে তার মা আমেনা তারপর সুওয়াইবা যিনি ছিলেন তার চাচা আবু লাহাব নামে পরিচিত আব্দুল উযযার মুক্ত ক্রীতদাসী । এরপর হালিমা বিনতে যুআইব , যিনি হালিমা আস - সাদিয়া নামে সর্বাধিক পরিচিত । 

প্রশ্ন- আরবের লোকেরা কেন তাদের সন্তানদের লালন - পালনের জন্য বেদুইন ধাত্রীদের কাছে পাঠাত ? 

উত্তর : মরুভূমির সুস্থ বায়ু বা আবহাওয়াতে তাদের সন্তানেরা যেন সুস্থভাবে বেড়ে উঠে এবং শুদ্ধভাষা ও ভদ্রতা শিখতে পারে সে জন্যই আরবের লোকেরা তাদের সন্তানদের বেদুইন ধাত্রীদের কাছে পাঠাত ।

 প্রশ্ন - হালিমা আস - সাদিয়া রাসূল কে কতদিন পর্যন্ত দুধ পান করিয়েছেন ? 

উত্তর : দুই বছর পর্যন্ত । 

প্রশ্ন- হালিমার কাছে থাকাকালীন যে মহান ঘটনাটি সংঘটিত হয়েছিল সেটি কী ঘটনা ছিল ?

 উত্তর : ঘটনাটি হল : একদিন জিবরাঈল ( আ ) আসলেন এবং রাসূল এর বুক ছিঁড়ে তার রুহ বের করে আনলেন । এরপর রুহ থেকে এক পিও রক্ত বের করে এটিকে জমজমের পানি দিয়ে উত্তমরূপে ধৌত করলেন । এরপর রূহকে তার যথাস্থানে রেখে তিনি চলে গেলেন । 

প্রশ্ন- রাসূল - এর পালক পিতার নাম কী ?

 উত্তর : হারিছ বিন আব্দুল উযযা বিন রাফাহ । তিনি ছিলেন হাওয়াযিন গোত্রের অধিবাসী ।

 প্রশ্ন- রাসূল - এর পালক বোনদের নাম কী ?

 উত্তর : রাসূল হারিছ । যিনি সায়েমা নামে বেশি পরিচিত ছিলেন । এর বোনদের নাম হল- আনিশাহ বিনতে হারিছ এবং হুযায়ফা বিনতে

 প্রশ্ন- রাসূল  - এর নাম ' মুহাম্মদ ' কে রেখেছিলেন ?

 উত্তর : তাঁর দাদা আব্দুল মুত্তালিব ।

 প্রশ্ন- এ নামটি তিনি কেন পছন্দ করলেন ? 

উত্তর : আব্দুল মুত্তালিব চাইলেন আল্লাহর কাছে শুকরিয়া জানাতে । ( আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আব্দুল মুত্তালিব এ নামটি পছন্দ করেন । )

 প্রশ্ন- মুহাম্মদ এর মাতা তাঁর কী নাম রেখেছিলেন ?

 উত্তর : আহমদ ।

 প্রশ্ন- তিনি কেন এ নামটি পছন্দ করলেন ? 

উত্তর : তিনি স্বপ্নে দেখলেন একজন ফেরেশতা নবাগত শিশুকে আহমদ বলে ডাকছেন । তাই তিনি এর নাম রাখলেন আহমদ । 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ