কোরবানীর কিছু গুরুত্বপূর্ণ মাসালা,যা সবার জানা দরকার | alhadimedia 360

 


✒️সকল প্রকার গরু মহিষ উট ছাগল দুম্বা ভেড়া দ্বারা কোরবানী জায়েজ। 

✒️বলদ,খাঁসী,পাঁঠা, পুরুষ গরু_মহিষ,মাদী গরু_মহিষ দিয়েও কোরবানি জায়েজ। 


✒️৬ ভাই মিলে গরু কিনে ৬ জনে ৬ ভাগ আর বাবার নামে ১ভাগ কোরবানী দেয়া যায়, যদিও বাবা একটাকাও না দেয়।

কোন একজন ছেলেকে বাবার অংশটার টাকা একা বহন করা লাগবেনা। ঐ এক অংশের মুল্যে সবছেলে মিলে দিলেও কোন অসুবিধা নেই।


✒️এভাবে ২জন বা তিনজন কিংবা ৬জনে কোরবানী করলে সবাই মিলে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে একভাগ কোরবানী করতে পারবে কোন সমস্যা নেই। 


✒️সালাফীদের কথায় কান দিয়েননা,একটি উট,গরু বা মহিষে সর্বাধিক ৭জনের নাম দিতে পারবে, অর্থাৎ ৭জনে একটি গরু কোরবানি দিতে পারবে।


✒️কোরবানির সাথে কেউ চাইলে আকিকাও দিতে পারবে।কোন সমস্যা নেই।

আকিকার গোস্ত দান করে ফেলার কোন নির্দেশনা শরীয়তে দেয়নি। 

আকিকার গোস্ত মা বাবাসহ সকলে খেতে পারবে।

✒️কারো উপর কোরবানী ফরজ হলে সে কোরবানি না করে আকিকা করলে গোনাগার হবে।

✒️শরীকী কোরবানী করলে অবশ্যই গোশত ওজন করে বন্ঠন করতে হবে।


✒️বন্যগরু,গয়াল, হরিণ, খরগোশ, মোরগ-মুরগী হাঁস, উটপাখি,কবুতর এগুলো হালাল পশুপাখী কিন্তু এগুলো দিয়ে কোরবানি হবেনা।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ