অসাধারণ কিছু তথ্য
★ প্রাচীনকালে চীনারা আত্মহত্যা করার জন্য ৫০০ গ্রাম লবণ খেত
★ সমুদ্রের ২১০ মিটার নিচে সূর্যের আলো পৌঁছায় না
আফ্রিকার কৃষ্ণ ষাঁড় জল পান করে না
★ সূর্য প্রতি মিনিটে ২৪ কোটি মেট্রিক টন হাইড্রোজেন কণাকে পুড়িয়ে ভস্ম করে
★ খাওয়ার পর একটি ব্যাঙ হজম করতে সাপের প্রায় ৫০ ঘন্টা লাগে।
★ পৃথিবী থেকে মৌমাছি বিলুপ্ত হয়ে গেলে, ৪ বছরের মধ্যে মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে।
★ মহিলারা প্রতিদিন গড়ে ৭০০০ শব্দ বলে। অপরদিকে পুরুষদের ক্ষেত্রে এই
সংখ্যা ২০০০ এর কিছু বেশি।
★ দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্ত
কণিকার পরিমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ মাস বাঁচে।
★ দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।
★ একজন মানুষ সারা জীবনে ৪০ হাজার লিটার মূত্র ত্যাগ করে।
★ একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।
★ আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।
★ বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ ভূটান
★ বিশ্বে বর্তমানে বেশি আয়ুর দেশ জাপান
0 মন্তব্যসমূহ