এক গ্রামের এক গরীব লোক - ঘটনা


 বাগদাদের_এক_গ্রামে এক গরীব লোক বাস করতেন। এক দিন লোকটির সাধ জাগলো বাদশার দরবারে গিয়ে তাঁর সাথে সাক্ষাত করবে।

তখনকার যুগের রেওয়াজ ছিলো বাদশাহের সাথে দেখা করতে গেলে কিছু হাদিয়া নিয়ে যাওয়া। যাতে বাদশাহ খুশী হয়ে তার উপর সদয় দৃষ্টি দেন।


লোকটি বাড়ি থেকে বের হওয়ার আগে তার স্ত্রীর সাথে পরামর্শ করলো আমি তো বাদশার দরবারে যাচ্ছি এখন তাঁর জন্য তোহফা হিসেবে কি নেয়..??

লোকটির বসবাস ছিল ছোট্ট একটা গ্রামে। দুনিয়ার কোন খবরই তাদের ছিলো না। তার স্ত্রী তাকে পরামর্শ দিয়ে বললো আমাদের ঘরে কলসিতে যে পানি আছে সেটা নিয়ে যাও। রাজ দরবারের লোকজন এমন শীতল আর মিষ্টি পানি পাবে কোথায়..??

লোকটিও তার স্ত্রীর কথা যৌক্তিক মনে করে ঐ পানি নিয়েই রাজ দরবারের দিকে রওয়ানা দিল।


তখন তো গাড়ি আর প্লেনের যুগ ছিলোনা। লোকটি পায়ে হেঁটেই কলসি মাথায় নিয়ে রওয়ানা হলো।

দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে কলসির উপর ধুলাবালি জমে গেল, ভিতরের পানিও ময়লা আর দূর্গন্ধময় হয়ে গেল।

বেচারা গ্রামের অতি সহজ সরল লোক, এসব খেয়াল না করেই রাজ দরবারে উপস্থিত হয়ে খলিফার সামনে কলসি পেশ করলো।


খলিফা জানতে চাইলেন এতে কি আছে..??

লোকটি বলল, হুজুরের জন্য আমার পুকুরের ঠান্ডা মিঠা পানি এনেছি। ভাবলাম আপনার দরবারে এমন পানি কোথায় পাবেন..??

দয়া করে এটা কবুল করুন।


খলিফা বললেন, আচ্ছা ঢাকনা সরাও তো, দেখি!!

ঢাকনা সরানো হল, পানি গন্ধ হয়ে গেছে।

খলিফা ভাবলেন বেচারা নিঁখাদ ভালবাসা নিয়ে এমন করেছে।

তার মন ভাঙা ঠিক হবে না। তাই খলিফা লোকটির কলস ভরে আশরাফি দিতে নির্দেশ দিলেন।


লোকটিও খুব খুশি!

লোকটি যখন রাজ দরবার থেকে ফিরে যাওয়ার অনুমতি চাইলো তখন খলিফা এক সিপাহীকে বললেন তাকে কিছুদূর এগিয়ে দিয়ে এসো, আর শোন, তাকে দজলা নদীর তীর দিয়ে নিয়ে যাবে।


কিছুদূর আসার পর দজলার অথৈ পানি দেখে গ্রামের লোকটি বললো ওখানে কি..??

সিপাহী বলল, ওটা নদী। চলো নদীর পানি দেখবে চলো।

নদীর কাছে গিয়ে গ্রাম্য লোকটি নদীর স্বচ্ছ সুন্দর পানি দেখলো এবং কিছুটা পানও করল। আর ভাবতে লাগলো... হায়! খলিফার দরবারের কাছে এত সুন্দর পানি আর আমি তার জন্য ময়লা পানি এনেছিলাম। তাহলে খলিফা আমার পানি গ্রহণ করেছে শুধু তার দয়া আর উদারতার খাতিরে!!

আমার পানির তার কোন প্রয়োজনই ছিলোনা।

উপরন্তু আমার কলসি ভরে আশরাফি দিয়ে দিলেন!!


শিক্ষনীয় এটাই যে,

আল্লামা জালাল উদ্দিন রুমী (রহঃ) প্রায়ই এই ঘটনা শুনিয়ে বলতেন, আমাদের ইবাদতগুলিও ঠিক এমনি।

যা আল্লাহর কোন কাজেই আসেনা।

তিনি আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন এবং আমাদের ইবাদতও ঐ লোকের কলসির পানির মত স্বচ্ছ ও নির্ভেজাল নয়, বরং তা দুর্গন্ধযুক্ত।

কিন্তু শুধমাত্র আল্লাহর প্রতি ভালবাসার কারণে আমরা সেই ইবাদত করে থাকি বলে আল্লাহ আপন দয়ায় তার বদলা দিয়ে থাকেন।


আল্লাহ আমাদের সকলকে তার ইবাদত সুন্দর ভাবে আমল করার তাউফিক দান করুন  ,, আমিন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ