অদ্ভুত সত্যি কথা কিন্তু আপনার অজানা আপনি জানেন কি চুইংগ্রাম সর্বপ্রথম কিভাবে তৈরি হয়েছিল? alhadimedia 360

 


দর্শক, বর্তমানে ফ্রিজ প্রায় সবার ঘরেই রয়েছে যেটাতে আমরা পানি খুব সহজেই ঠান্ডা করতে পারি. কিন্তু আপনি জানেন কি মাটির কলসিও পানি খুব ঠাণ্ডা করতে পারে. আর এর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে. মাটির কলের সম্পর্কে scientific প্রমাণ রয়েছে. এটি পানিকে ফ্রিজের চেয়েও বেশি ঠান্ডা রাখতে পারে. মাটির কলস পানির pH level করতে পারে. যেটি সঠিকভাবে করা বর্তমানে অনেক দামী ফ্রিজের পক্ষেও কষ্টসাধ্য ব্যাপার. এছাড়াও কুলসির পানি সবচেয়ে বেশি স্বাস্থ্যকরও হয়ে থাকে. কলসির পানি পেটের অ্যাসিডিটি দূর করতে পারে।

আপনি জানেন কি চুইংগ্রাম সর্বপ্রথম কিভাবে তৈরি হয়েছিল? সতেরোশো ষাট সালে এন্টোনিও অ্যানারামি এক ব্যক্তি গাছ থেকে বের হওয়া এক ধরনের বিশেষ আঠা কে ইউরোপে নিয়ে আসে রাবার তৈরি করার জন্য. আর অনেক চেষ্টা করেও সে সেই আঠা দিয়ে রাবার তৈরি করতে পারেনি পরে রেগে গিয়ে সেই রাবারের সাথে চিনে ঢেলে দেয়. এবং জিনিসটি চিবাতে ভালো লাগায় সে বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নেয়. এবং ধীরে ধীরে এই জিনিসটি চুইঙ্গাম নামে জনপ্রিয় হয়ে যায়. 

 বডি স্প্রে এবং পারফিউম মানুষ সুগন্ধ ছড়ানোর জন্য ব্যবহার করে. অপরকে আকর্ষিত করে. কিন্তু এই বডি স্প্রে বা পারফিউম সর্বপ্রথম তৈরি হয়েছিল দুর্গন্ধ ছড়ানোর জন্য. যাতে মশা এবং অন্যান্য পোকামাকড় কাছে না আসে. দুই হাজার দশ সালে বিখ্যাত কোম্পানি volvo, volvo সিটার কার্ড design করেছিল. আর এই গাড়িতে তাদের তৈরি নতুন automatic b সিস্টেম লাগানো হয়েছিল. যেই টেকনোলজির মাধ্যমে গাড়ি কোন কিছুর সাথে ধাক্কা লাগার আগেই নিজে নিজেই ব্রেক করে নিতে পারত আর এর প্রেজেন্টেশনের সময় সমস্ত ধরনের মিডিয়াতে ডাকানো হয়েছিল.


 

কিন্তু যখন এই টিকন দেখানোর জন্য গাড়িটিকে চালানো হয়. তখন গাড়িটি কোনো ধরনের ব্রেক করেনি উল্টো টাকের সাথে গিয়ে সরাসরি ধাক্কা লাগে. যাইহোক এই লজ্জা ভুলে volvo দুই হাজার পনেরো সালে আবার এক নতুন টেকনোলজি করে আর তাহলো অটোমেটিক পার্কিং সিস্টেম. কিন্তু এবার যা হয়েছিল তা আরো হাস্যকর. গাড়ি পার্ক তো হয়নি. উল্টো রিপোর্টারকে সজোরে উড়িয়ে দিয়েছিল. এবার কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পাক্কা এদের তৈরী আর নতুন কোনো টেকনোলজি আর যাইহোক কোনো রিপোর্টাররা দেখতে আসবে না. 

 এরকম কিছু শব্দ রয়েছে যেগুলো একসাথে বলতে গেলে আমাদের মুখ থেকে উল্টা শব্দ বের হয়. যেমন পাখি, পাকা পেঁপে খায়. এরকমটা বারবার বলতে গেলে আমাদের একটু  সমস্যা হতেই পারে. কিন্তু আপনি জানেন কি পৃথিবীতে বলার ক্ষেত্রে সবচেয়ে কষ্টকর শব্দ কোনটি? book of world record অনুসারে এই শব্দটি পৃথিবীর সব থেকে কঠিন শব্দ. The sex six আপনি জানেন কি হাই তোলা একজনের কাছ থেকে অন্য জনের কাছ থেকে ছড়িয়ে পড়তে পারে. একটু খেয়াল করবেন, যখন আপনার কোন বন্ধু হাই তোলে. তখন আপনারও হাই চলে আসবে. 

 


একটি গবেষণা থেকে জানা গেছে আপনি যদি কাউকে পছন্দ করেন এবং তাকে যদি massage করা শুরু করেন তাহলে আপনার typing speed আগের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে. এরকমটা কি আপনার ক্ষেত্রেও হয়?  এমন কিছু ফিলিংস রয়েছে যেগুলো আপনি কারো সাথে বলতে পারেন না. এই ধরনের ফিলিংস কে Alexa Femia বলা হয়. অনেক মানুষ রয়েছেন যারা ছোট ছোট ব্যাপার গুলো কি মানুষের কাছে সহজে ফুটিয়ে তুলতে পারেন না. আর এর ফলে অনেক বেশি excited হওয়া সত্ত্বেও, Alexa themia য় আক্রান্ত ব্যক্তি কাউকে কিছুই বলতে পারে না.

 অবাক করা বিষয় হচ্ছে এই পৃথিবীতে যতগুলো সিংহ রয়েছে তার চেয়ে বেশি সিংহের স্ট্যাচু রয়েছে. আমাদের এই পৃথিবীর মানুষ সিংহ বাঁচাতে কম statue লাগাতেই বেশি পছন্দ করে । ব্রাজিলের এমন একটি জেলখানা রয়েছে যেখানে কয়েদিদেরকে কাজ করার পরিবর্তে সাইকেল চালাতে দেওয়া হয়. এই সাইকেল গুলোকে এমন ভাবে mechanism করে দেওয়া হয়েছে যে. এগুলো কি জ্বালানি বিদ্যুৎ উৎপন্ন হয়. আর এই বিদ্যুৎ জেলখানার আশেপাশের শহরে স্টাফ লাইন দেওয়া হয়।

 


আপনি ক্রেডিট কার্ড তো অবশ্যই দেখে থাকবেন. কিন্তু ক্রেডিট কার্ডের ভেতর অংশ দেখতে কেমন? তা কি জানেন? credit কার্ড  যে উচল অংশটি থাকে এটি যদি আপনি একটি zoom করে দেখেন তাহলে দেখতে পারবেন এর মধ্যে কত ধরনের mechanism রয়েছে.  এই পৃথিবীতে আমাদের আত্মীয় স্বজনের অভাব নেই যেমন কাকা কাকী, মামা মামী, বড় ভাই, বোন মা বাবা ইত্যাদি. তবে একটি গবেষণায় জানা গিয়েছে. একজন ব্যক্তি সর্বোচ্চ একশো পঞ্চাশটি পর্যন্ত রিলেশন স্ট্যাবল রাখতে পারে. একথা শুনে হয়তো আপনি বলতে পারেন আমার তো হাজার হাজার বন্ধু রয়েছে. তবে একটু থামুন. আমি কিন্তু stable relationship এর বলেছি এর মানে হচ্ছে যারা আপনার সত্যিকারের আত্মার আত্মীয়.

 যে মানুষের মাথার চুল আর আকাশের তারা দুটিকেই গুনে শেষ করা যাবে না. কিন্তু এখন আমি যে তথ্য দেবো তা একদম ভুল প্রমাণ করবে. আপনার মাথার চুল গুলোকে যদি গণনা করা হয় তাহলে এর পরিমাণ দাঁড়াবে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজারের মতন. এবং এর মধ্যে প্রায় একশোটির মতন পুরাতন চুল জুড়ে নতুন চুল গজায়। হাই তোলার মতনই খুশিও কিন্তু একে অপরের কাছ থেকে ট্রান্সফার হয়ে থাকে. আপনার আশেপাশে যদি কেউ খুশি থাকে সেই খুশি কিন্তু অল্প হলেও আপনার কাছে transfer হয়ে আসবে. এজন্য আমাদেরকে সবসময় হাসিখুশি থাকতে হবে. আর যারা হাসিখুশি তাদের সাথে বন্ধুত্ব করতে হবে।  

 এখন একটি প্রশ্ন করি আপনার ঘরে বর্তমানে কয়েকটি রিমোট রয়েছে. রিমোটের উপরে আমাদের অনেক নির্ভরশীলতা রয়েছে. আপনি জানেন কি খুব শীঘ্রই এই রিমোট কন্ট্রোল পৃথিবী থেকে চলে যাচ্ছে ইন্টারনেটের ফলে রিমোট কন্ট্রোলের ওপর নির্ভরশীলতা ধীরে ধীরে কম হয়ে আসছে. ভবিষ্যতে টিভিতে চ্যানেল পরিবর্তন করার জন্য শুধুমাত্র আমাদের voice ই যথেষ্ট হবে।  ইস্কবার পৃথিবীর খুবই কুৎখ্যাত একজন bruer dealer ছিলেন. আপনি জানেন কি এই ব্যক্তি এতই ধন সম্পদ ছিল যে একদিন তার মেয়ের ঠান্ডা লাগছিল এবং তার ঘরের চিমনির কাজ শেষ হয়ে গেছে। 

তখন এই অবস্থা দেখিয়ে নিজের কাছে থাকা টাকায় আগুন ধরিয়ে মেয়ের জন্য ঘর গরম করে দেয়. আর ওই রাতে সে প্রায় দুই মিলিয়ন ডলার পুড়িয়েই শেষ করে. এমনকি এক পর্যায়ে তার টাকা এতই বেশি হয়ে যায় যে সে গুলোকে বেঁধে রাখার জন্য সে যে রাবার ব্যবহার করতো. সেই রাবারের পেছনেই তার প্রতিদিন খরচ হতো দেড় লাখ টাকা.মুয়ূর সম্পর্কে তো আপনি অবশ্যই শুনে থাকবেন.  যদি আপনি স্ত্রী ময়ূরকে ইংরেজিতে পিকআপ বলেন তাহলে কিন্তু একটি ভুল হবে. কারণ পিক কেবল মাত্র পুরুষ ময়ূরীদের জন্যই ব্যবহার করা হতো. অন্যদিকে পিহী বলা হয়। 

 


আপনার কি ডেন্টিস্টের কাছে যেতে ভয় লাগে? তাহলে আপনার একটি বিশেষ রোগ রয়েছে. আর যে রোগের নাম অদন্ত ফুবিয়া. এটি এমন একটি রোগ, যার ফলে মানুষ dentist এর কাছে যেতে ভয় পায়. যদি এটি বুঝে থাকেন তাহলে আর একটি তথ্য মনোযোগ দিয়ে শুনুন. তা হচ্ছে ক্লিন ওমনিয়া এমন একটি রোগ, যার ফলে মানুষ থানায় শুয়ে থাকতে পছন্দ করে. এখন আরও একটি রোগের কথা বলছি যেটাকে বলা হয় hypersumia. যার ফলে একজন মানুষের শুধু সারাদিন ঘুম পায়. 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ