কি, ভয় পাচ্ছো? কাকে ভয় পাচ্ছ?__What, are you scared? Who are you afraid of?


Fear 


 কি, ভয় পাচ্ছো? কাকে ভয় পাচ্ছ? শুনেছি তুমি নাকি আজ মন খুলে হাসতেও ভুলে গেছো. ইদানীং তুমি নাকি নিজের স্বপ্নগুলো কথা বলতেও লজ্জা পেতে শুরু করে দিয়েছো. শোনো এই পৃথিবীটাকে তুমি আজও চিনতে পারোনি. তুমি কি জানো? তোমার ইচ্ছে শক্তিকে নষ্ট করে দিতে পারলেই এই সমাজের মানুষগুলো নিজেকে হিরো ভাবতে শুরু করে. তোমার ভালো সময়ে সবাই তোমার পাশে এসে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে. আর খারাপ সময় তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না. 

তুমি যদি তোমার পিছনের ভুল গুলোর কথা ভেবেই নিজের সময় কাটাতে পছন্দ করো তাহলে তোমার ভবিষ্য কথা কে ভাববে? কেউ না, বাবা মা ছাড়া তোমার ভবিষ্যৎ নিয়ে কেউ ভাববে না. শুনলে বাবা মায়ের কথা শোনো. ও তোমাকে নিয়ে মন্দ কথা বলা মানুষগুলোকে avoid করো যারা তোমার পেছনে তোমাকে নিয়ে কথা বলে তাদেরকে নিয়ে মাথা ঘামিও না কারণ যারা পেছন থেকে আঘাত করে তারা পেছনেই থেকে যায় আর আঘাত পেয়ে আঘাত প্রাপ্ত মানুষ অন্তত দু কদম সামনে এগিয়ে যায় তুমি হয়তো জানো না 

যখন তুমি জীবনে ভালো কিছু করতে শুরু করবে তখন তোমার কাছের কিছু মানুষ তোমাকে আটকানোর চেষ্টা করবে. তোমাকে আটকাতে না পারলে, মানুষের সামনে তোমাকে অপমান করার চেষ্টা করবে. আর যদি সে না পারে, তাহলে তোমাকে নিয়ে তোমার পেছনে কথা বলতে শুরু করে দেবে. আরে ভাই জীবনে যদি দুঃখ কষ্ট নাই আসে, তাহলে জীবনের আসল মজাটা কোথায়? যে কখনো মরিচের স্বাদ পায়নি, সে কি কখনো চিনির স্বাদ বুঝবে? হাল ছেড়ে দেয়ার নাম জীবন নয়,

 জীবনের খারাপ সময় গুলোকে বদলানোর চেষ্টা করতে পারা হচ্ছে জীবন. হ্যাঁ, হাল ছেড়ে দেওয়ার নাম জীবন নয়. জীবনের খারাপ সময় গুলোকে বদলানোর চেষ্টা করতে পারায় হচ্ছে জীবন. নিজের সময়কে মূল্যায়ণ করতে পারাই হচ্ছে জীবন. প্রতিটি সময়কে কাজে লাগিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলতে পারায় হচ্ছে জীবন।

অহেতুক কাজে জড়িয়ে না থেকে প্রতিটি সময়কে কাজে লাগিয়ে নিজের স্বপ্নের পেছনে ছুটতে পারায়  জীবন. তুমি অলসাতেই সময় কাটাতে থাকলে তোমাকে কেউ সাহায্য করতে আসবে না. কিন্তু তুমি যদি পরিশ্রম করতে শুরু করো তোমার আশেপাশের  মানুষ তোমাকে দেখে কাজ করার উৎসাহ পাবে. একটা মজার বিষয় জানো কি? তুমি তোমার জীবন পরিবর্তনের জন্য অলরেডি চেষ্টা শুরু করে দিয়েছো. নয়তো এই লিখা টি এতক্ষণ ধরে তুমি পড়তে না. 

তুমি দেখে নিও আজকে তোমার এই ছোট্ট চেষ্টাটাই একদিন তোমাকে সফলতার ডাক প্রান্তে নিয়ে যাবে. শুধু হাল ছেড়ে দিও না. যে বিষয়গুলো তোমাকে তোমার কাজে মনোযোগ দিতে বাধা দিচ্ছে সেই বিষয়গুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো. জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা জানো? যখন তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে শুরু করবে. এই গুরুত্বপূর্ণ সময়ে তোমার কাছে দুই ধরনের প্রস্তাব আসবে. 

প্রথমটা হবে প্রেমের প্রস্তাব আর দ্বিতীয়টা হবে বন্ধুদের সাথে একটা সুন্দর সময় কাটানোর প্রস্তাব. আর এই দুটি প্রস্তাবকে তুমি যদি কিছুটা সময়ের জন্য ignore করতে পারো তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য অর্ধেক রাস্তা already পার করে ফেলবে. মনে রাখবে, যে তোমাকে সত্যিকারেই ভালোবাসবে, সে তোমার জন্য অপেক্ষা করবে. আর তোমার জন্য খুব বেশি উৎসাহ দেখানো মানুষগুলোই খুব দূরত্ব তোমার উপর থেকে উৎসাহ হারিয়ে ফেলবে, হ্যাঁ একসময় তোমার উপর খুব বেশি উৎসাহ দেখানো মানুষগুলোই খুব দ্রুত তোমার উপর থেকে উৎসাহ হারিয়ে ফেলবে. কখনো নিজে থেকে কাউকে শেখাতে যেও না কারণ মানুষ তো আজকাল বিপদে পরেই শিখতে পছন্দ করে. 

তবে একটা কথা মনে রেখো কখনো কারোর ভুল খুঁজতে যেও না, কারণ অন্যের ভুল খুঁজতে গেলে তুমি নিজের অস্তিত্বকে খোঁজার সময় হারিয়ে ফেলবে. আর নিজের অস্তিত্বকে খুঁজে না পেলে দিনকে সে তোমার মাঝে হতাশা বৃদ্ধি পাবে. শুনেছি যত্ন নিলে মরুভূমিতেও চাষাবাদ করা সম্ভব. 

তেমনি ভাবে অহংকার ভুলে গিয়ে সম্পর্কের যত্ন নিলে সেই সম্পর্ক চিরকাল বাঁচিয়ে রাখা সম্ভব. হতে পারে কাছের মানুষগুলো আমাদের সবথেকে বেশি কষ্ট দেয়. কিন্তু বিপদে পড়লে সবার আগে এই কাছের মানুষগুলোই এগিয়ে আসে. তাই সম্পর্কগুলোর যত্ন নিন. সফল হতেই হবে. এই কথাটি বলে নিজের সাথে ওয়াদা করে নাও. হ্যাঁ, নিজেকে নিয়ে যতটা পরিমাণে চিন্তা করো তার থেকে বেশি পরিশ্রম করো. 

কথা শোনো , সাহস হারিয়ে ফেলবে না যদি নিজের সিদ্ধান্তটা নিজেই নিতে শেখো, তাহলে তোমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না. জীবনে এমন কিছু সময় আসবে যখন তুমি বিপদ থেকে বেরিয়ে আসার জন্য, কোনো রাস্তা খুঁজে পাবে না. সেই সময়টা ধৈর্য ধারণ করো. নিজের আত্মবিশ্বাসকে ধরে রেখো. কারণ, নিজের উপর আত্মবিশ্বাস থাকলে ছোট একটা হাতুড়ির সাহায্যে বড় বড় পাহাড় কেও ভেঙে ফেলা যায়. হ্যাঁ, নিজের উপর বিশ্বাস থাকলে ছোট্ট একটা হাতুরের সাহায্যে বড় বড় পাহাড়কেও ভেঙে ফেলা যায়.

Breaking the fear


 যেখানে কদর সেখানে যেও না. যে জানতে চায় না, তাকে জানাতে যেও না. যে একটু শুনে মন খারাপ করে তাকে মানাতে যেও না আর অসময়ে দুঃখ এলে ভয় পেয়ো না তিনটি কাজ কখনো করো না ছোটদের সামনে কারোর সমালোচনা করো না. নিজের ভাগ্যকে দোষ দিও না. অপরিচিত মানুষের সামনে পরিচিত মানুষগুলোকে অপমানিত কোরো না.

 একটা বিষয় জানো কি? আমরা মসজিদে যাওয়ার সময় জুতা স্যান্ডেল বাইরে রেখে যাই কিন্তু আফসোস নিজের অহংকারকে, বাইরে রেখে যেতে ভুলে যাই. হ্যাঁ নিজের অহংকারকে বাইরে রেখে যেতে ভুলে যাই. হ্যাঁ, কখনো অহংকার করবেন না. কারণ অহংকার আপনার সফলতার পথে প্রথম বাধা মানুষ যখন অহংকার করে, তখন নিজের জ্ঞানকেই সর্বশ্রেষ্ঠ মনে করে. কিন্তু মানুষ ভুলে যায় যে, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, এক মাত্র আল্লাহতালা. মনে রাখবেন আপনি আপনার অহংকার নিয়ে মসজিদের ভেতরে তো ঢুকতে পারবেন. কিন্তু আল্লাহর অন্তরে কখনো জায়গায় করতে পারবেন না 

নিজের চিন্তা ভাবনাকে কতটা উন্নত করতে হবে জানো? কারো বাড়িতে যাওয়ার পর তার বাড়ির আসবাবপত্রের দিকে তাকিয়ো না. এক একটি আসবাবপত্রের মাঝে লুকিয়ে রাখা তার পরিশ্রম গুলোকে দেখা. তোমাকে তোমার কাজের জন্য কেউ উৎসাহ দেবে না. তোমার উৎসাহ তোমাকেই খুঁজে নিতে হবে. তোমার কাজের পরিবেশ তোমাকেই করতে হবে. 

সবশেষ একটি কথা বলে যাই. সাঁতার কাটা শিখতে চাইলে সাগরের ঢেউয়ের সাথে সাঁতার কাটার সাহস রাখো. তেমনি ভাবে জীবনে বিপদ আসবেই. সবথেকে বড় বড় বিপদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে রাখো হতাশ হয়ে লাভ নেই কেউ তোমাকে সাহস যোগাতে আসবে না তোমাকে সাহস, করতে হবে তোমাকেই খুঁজে নিতে হবে. তোমার পরিশ্রম করার মনোবল তোমাকেই বাড়াতে হবে. মনোবল কখনো হারাতে দিও না. কারণ মনোবল হারিয়ে ফেললে তুমি নিজে কে এই হারিয়ে ফেলবে. ধন্যবাদ সবাইকে. মূল্যবান সময় দিয়ে মূল্যবান কথাগুলো পড়ার জন্য



একটি মন্তব্য পোস্ট করুন

7 মন্তব্যসমূহ